শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের কাজ শুরু নভেম্বরে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের কাজ শুরু নভেম্বরে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী নভেম্বর থেকেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের (উপরি কাঠামো) কাজ শুরু হবে। আর ২০১৮ সালের মধ্যে        বিমানবন্দর এলাকার কাওলা থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ শেষ হবে। মন্ত্রী গতকাল সেতু ভবনে প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতাল থাই কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমচাই কর্নসুতার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।  বৈঠকে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রকল্প পরিচালক কাজী মো. ফেরদৌস উপস্থিত ছিলেন। বহুলপ্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কের দৃশ্যমান নির্মাণকাজ শুরু হয় গত বছরের আগস্ট থেকে। তিন ধাপে এ প্রকল্পের কাজ শেষ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর