সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নিজামী-সাঈদীর প্লট বাতিল করল রাজউক

নিজস্ব প্রতিবেদক

নানা আলোচনা-সমালোচনার পর এবার বাতিল হলো দুই রাজাকারের প্লট। চলতি মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের নিয়মিত বোর্ড সভায় এ দুই প্লট বাতিল করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের সদস্য (এস্টেট) আবদুল হাই। নিজামীর প্লটের পাঁচটি অনিয়ম তুলে ধরে আর সাঈদীর প্লটটি কিস্তি না দেওয়ায় বাতিল করা হয়। এবার দুটি প্লটে থাকা ব্যক্তিদের যে কোনো মুহূর্তে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন রাজউক কর্তৃপক্ষ। জানা যায়, ‘দেশসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজধানীতে সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল স্বাধীনতাবিরোধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে।  বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বহু কোটি টাকা দামের ওই তিন প্লট তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। দেশের বিরুদ্ধে যুদ্ধ করা চিহ্নিত ব্যক্তিদের ‘দেশসেবায় বিশেষ অবদানের’ জন্য সরকারি প্লট দেওয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন ও ক্ষোভ ছিল জনমনে। নিজামীর নামে বনানীতে পাঁচ কাঠার প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল অনিয়মের মাধ্যমে। তার প্লট বরাদ্দ ও ব্যবহারের ক্ষেত্রেও পদে পদে নিয়ম লঙ্ঘন করার প্রমাণ পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের নামে রাজউকের বরাদ্দ দেওয়া দুটি প্লট আমরা বাতিল করেছি। পর্যায়ক্রমে আরও প্লট থাকলে তাও বাতিল করা হবে।’ রাজউক সূত্রে জানা যায়, চলতি মাসের বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয় রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে। সেখানে এজেন্ডা ছিল দুই রাজাকার নিজামী ও সাঈদীর প্লট বাতিলের বিষয়টিও। এর মধ্যে নিজামীর প্লট বরাদ্দে অনিয়ম পাওয়া গেছে। ২০০৬ সালের ২১ মে রাজউকের বোর্ড সভায় তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে বনানীর ১৮ নম্বর রাস্তার  ৬০ নম্বর পাঁচ কাঠার প্লটটি  দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর