মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পরিকল্পিত স্যানিটেশন সুবিধা দেওয়া হবে : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

নগরবাসীকে একটি পরিকল্পিত স্যানিটেশন সুবিধা উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এ ব্যবস্থা চালু হলে নগরবাসীকে যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে হবে না। গতকাল  বাহাদুর শাহ পার্ক, সায়েদাবাদ বাস টার্মিনাল এবং মিউনিসিপ্যালিটি ফিলিং স্টেশনে ওয়াটার এইডের সহযোগিতায় নবনির্মিত চারটি অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন। আধুনিক ও দৃষ্টিনন্দন এ টয়লেটগুলোতে নারী এবং পুরুষদের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ড ওয়াশিং, শাওয়ার এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে। এগুলোতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ এবং সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী এবং মহিলা কেয়ারটেকার রয়েছে। এ সময় মেয়র আরও বলেন, পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা চালু করলে পথচারী এবং নারীদের যাদের অনেক সময় জ্যামের কারণে রাস্তায় থাকতে হয় অন্তত তাদের সমস্যার সমাধান হবে। তিনি ঢাকার বিভিন্ন স্থানে আরও ৪৭টি আধুনিক, নারীবান্ধব এবং পরিচ্ছন্ন পাবলিক টয়লেট স্থাপন করা হবে বলেও জানান।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এমডি খাইরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর