বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। বঙ্গবন্ধুর স্নেহধন্য আইভি রহমানের পুরো নাম জেবুন্নাহার রহমান আইভি। ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বাবা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ও মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী। তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আইভি রহমানের দুই মেয়ে তানিয়া ও ময়না। সদালাপী আইভি রহমান ১৯৫৮ সালের ২৭ জুন নবম শ্রেণিতে অধ্যয়নকালে জিল্লুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৮০ সাল থেকে বেশ কয়েক বছর মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বও পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা এবং জাতীয় মহিলা সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার পর তার রাজনৈতিক কর্মকাণ্ড ছিল সাহসী। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় গ্রেফতার-নির্যাতনের শিকার হয়েছেন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ আজ সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমার কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও মোনাজাতের কর্মসূচি পালন করবে। পরিবারের পক্ষ থেকে বাদ আসর রাজধানীর গুলশানের আইভি কনকর্ড টাওয়ারে আইভি রহমানের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচিতে উপস্থিত থাকতে দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীকে অনুরোধ জানিয়েছেন। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরব উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগ আজ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

সর্বশেষ খবর