বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হল ফটকে তালা দিয়ে কর্মসূচিতে যেতে বাধ্য করল ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের মূল ফটকে তালা আটকিয়ে সাধারণ শিক্ষার্থীদের দলীয় কর্মসূচিতে যেতে বাধ্য করেছেন স্থগিত হল কমিটির ছাত্রলীগ নেতা-কর্মীরা।

সূত্র জানায়, ২০১৪ সালের ২১ আগস্ট রাতে সংঘর্ষের জেরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরুন্নবীকে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বছরের নভেম্বরে হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে শাখা ছাত্রলীগের অপর সাংগঠনিক সম্পাদক মোরশেদুর রহমান আকন্দের নেতৃত্বাধীন বিরোধী গ্রুপ মামলার বিচার দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল তারা উপাচার্য বরাবর ‘হামলার বিচার দাবিতে’ স্মারকলিপি দেন। সাধারণ ছাত্রদেরকে জোরপূর্বক উক্ত কর্মসূচিতে অংশ নিতে সকাল ৮টা থেকে মওলানা ভাসানী হলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। ফলে সাধারণ শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ খবর