শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রাস্তা খুঁড়তে ছয় মাস আগে অনুমতি নিতে হবে

—আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ নিরসনে রাস্তা কাটতে ছয় মাস আগে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। গতকাল গুলশানে উত্তর সিটি করপোরেশনের নতুন কার্যালয়ে ২৬টি সংস্থার প্রধানদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। আগামী এক মাসের মধ্যে যানজট নিরসন ও ফুটপাথ হকার ও অবৈধ দখলমুক্ত করতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে। আনিসুল হক বলেন, রাস্তা খোঁড়ার ক্ষেত্রে সব সংস্থার মধ্যে সমন্বয় না থাকলে জনগণের দুর্ভোগ বাড়বে। আর তা হলে সংস্থাগুলোর সঙ্গে সিটি করপোরেশনের বনিবনা হবে না। তিনি বলেন, ‘আগামী দু-তিন বছরে আমরা ৪৯৭ কিলোমিটার সড়ক মেরামত করব। আর ওয়াসা ১৫০০ কিলোমিটার সড়ক কেটে তাদের পাইপলাইন বসাবে। এ কাজে যেন নাগরিক দুর্ভোগ না হয় সেজন্য সমন্বয় খুব দরকার।’ উন্নয়নকাজে সমন্বয়হীনতা ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর