শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগের সেই ক্যাডাররা ১০ দিনেও ধরা পড়েনি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছাত্রলীগের সেই ক্যাডাররা ১০ দিনেও ধরা পড়েনি

১০ দিন পেরিয়ে গেলেও সিলেটে তরুণ ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় আসামি ছাত্রলীগ ক্যাডাররা ধরা পড়েনি। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করলেও তিনি আদৌ হত্যাকাণ্ডে জড়িত কিনা—এ নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। হত্যাকাণ্ডের মূলহোতা বলে চিহ্নিত সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি সুলেমান হোসেন চৌধুরীকে ঘটনার পরপরই আজীবনের জন্য বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু এখনো তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ব্যবসায়ী মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীরা টানা আন্দোলন-কর্মসূচি চালিয়ে গেলেও টনক নড়ছে না প্রশাসনের।

মোটরসাইকেল পার্কিং নিয়ে বাদানুবাদের জের ধরে গত ১৬ আগস্ট দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারের অ্যালিগেন্ট শপিং সিটির মোবাইল ব্যবসায়ী করিম বক্স মামুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ছাত্রলীগ নেতা সুলেমান হোসেন চৌধুরী। এ সময় তার সঙ্গে জাবেদ আহমদসহ তিন-চারজন ছাত্রলীগ নেতা-কর্মী ছিলেন। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে সুলেমান ও জাবেদের নামোল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও এজাহারনামীয় কোনো আসামিই ধরা পড়েনি। ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়ার পরও হত্যাকাণ্ডের মূল হোতা সুলেমান কোনো অদৃশ্য শক্তি বলে পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন—এমন প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর