শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঈদের অগ্রিম টিকিট বিক্রি সোমবার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঈদের অগ্রিম টিকিট বিক্রি সোমবার শুরু

এবার ঈদে যাত্রীসুবিধা বিবেচনায় রেলওয়ের পূর্বাঞ্চলে ২টি বিশেষ ও আন্তনগরসহ বিভিন্ন রুটে ২১টি ট্রেন চলাচল করবে। এ উপলক্ষে সোমবার সকাল ৮টায় শুরু হচ্ছে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। এতে পাঁচ দিন ধরে বিক্রি করা হবে ৯টি আন্তনগর, ৬টি এক্সপ্রেস, ২টি ডেমো, ২টি লোকাল ও ২টি বিশেষ ট্রেনের টিকিট। প্রথম দিন সোমবার ৭ সেপ্টেম্বর ও মঙ্গলবার ৮ সেপ্টেম্বরের টিকিট পাওয়া যাবে। এ ছাড়া বুধবার ১, ২, ৯, ১০ ও ১১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে।

যাত্রীসুবিধা বিবেচনায় অতিরিক্ত বগি সংযোজন করা হতে পারে। তবে ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের টিকিট বিক্রির আগাম ঘোষণা দিয়েছে রেলওয়ে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, আগামীকাল থেকে কোটাভিত্তিক টিকিট বিক্রি হবে। সাধারণ কোটায় ৬৫, অনলাইন ও মুঠোফোনে ২৫, ভিআইপি ৫ ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫ ভাগ টিকিট বিক্রি হবে। জানা গেছে, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টা, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিট, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস পৌনে ৯টা, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টা, গোধূলি এক্সপ্রেস বিকাল সাড়ে ৩টা ও সোনার বাংলা এক্সপ্রেস বিকাল ৫টা, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস বিকাল সোয়া ৫টা, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস রাত পৌনে ১০টা ও ঢাকাগামী নিশীতা এক্সপ্রেস রাত ১১টায় চট্টগ্রাম ছেড়ে যাবে। ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস সকাল সোয়া ৮টা, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টা ও কর্ণফুলী সকাল ১০টায় চট্টগ্রাম ছেড়ে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর