শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ তরুণ প্রজন্মের জন্য অশনি সংকেত

——————— আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই শতাধিক তরুণ-তরুণী। সবাই বাহারি রঙের বাইসাইকেলে; পরনে অভিন্ন রঙের টি-শার্ট। বুকের অংশে লেখা—‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’। তারুণ্য দিয়েই ঘৃণিত জঙ্গিবাদ রুখতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। সবার চোখে-মুখে তারুণ্যের জয়গান। তাদের বিশ্বাস—তারুণ্য দিয়েই প্রতিরোধ করা যাবে জঙ্গিবাদ। বুকের স্লোগানই জানান দিচ্ছে তারা জঙ্গিবাদের সম্পূর্ণ বিপক্ষে। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণ-তরুণী, কিশোর-কিশোরীসহ সবার মধ্যে সচেতনতা তৈরি করতে সাইকেল শোভাযাত্রা প্রদক্ষিণ করেছে চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক।

গতকাল সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন সিজেকেএস জিমনেশিয়াম চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর