মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বুড়িগঙ্গা দূষণে জরিমানা দিতেই হবে

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা দূষণের অভিযোগে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার ১০টি কারখানাকে পরিবেশ অধিদফতরের করা জরিমানার বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে কারখানাগুলোকে জরিমানার অর্থ দিতে হবে। কারখানাগুলো হলো— সীবা ডায়িং লিমিটেড, ইভানা ডায়িং মিলস, রানা এন্টারপ্রাইজ, এসএস ডায়িং মিলস, চাঁদনী টেক্সটাইল, সুগন্ধা ডায়িং, নূর এ মদিনা ডায়িং, কুমিল্লা ডায়িং, সোনারগাঁও ফ্যান্সি প্রিন্টিং অ্যান্ড ডায়িং এবং মিতা টেক্সটাইল মিলস লিমিটেড।

সর্বশেষ খবর