বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নগরের সভাপতি-সম্পাদক পদ পেতে লবিংয়ে সাতজন

ফারুক তাহের, চট্টগ্রাম

নগরের সভাপতি-সম্পাদক পদ পেতে লবিংয়ে সাতজন

চট্টগ্রাম মহানগর যুবদলের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটির ঘোষণা আসতে পারে শিগগিরই। ২০১১ সালের ৬ মার্চ ঘোষিত ১১ সদস্যের অপূর্ণাঙ্গ কমিটি দীর্ঘ ৫ বছর পার হলেও পূর্ণাঙ্গ হয়নি। ফলে এবার যুবদলে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা দেখা দিয়েছে। নগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য অন্তত সাতজন সাবেক ছাত্র ও যুবদল নেতা জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। মহানগর যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি জানান, ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। তার আগে ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর যুবদলের কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটিও ঘোষণা হতে পারে। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, মহানগর যুবদলের সভাপতি পদের জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি ও বেগম খালেদা জিয়ার এক সময়কার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শামসুল হক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য কেন্দ্রে তদবির চালিয়ে যাচ্ছেন নগর যুবদলের বর্তমান যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম রাসেল, যুবদলের সাবেক সদস্য সচিব ইয়াছিন চৌধুরী লিটন, বর্তমান কেন্দ্রীয় সদস্য শাহেদ বক্স ও নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ আকবর। যুবদলের বর্তমান সভাপতি কাজী বেলালকে নগর বিএনপির গুরুত্বপূর্ণ কোনো পদে পদায়ন করা হতে পারে বলে ধারণা করছেন একাধিক যুবদল নেতা। তাদের মতে, অনেক দিন ধরে স্থবির রয়েছে নগর যুবদলের কার্যক্রম। এবারের কমিটিতে তদবিরবাজ কাউকে স্থান না দিতে কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর