বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় তিনজনের যাবজ্জীবন

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী খালেদুজ্জামান খালেদ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন ও পাঁচজনকে খালাস দিয়েছে আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী এই আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তম চন্দ্র গ্রামের হুমায়ুন কবির (২৬), গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ফাহিম আহমদ (২৬) ও জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের মুকিত আল মাহমুদ (২৩)। প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ জুলাই সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী খালেদুজ্জামান খালেদ (২০) ও তার খালাতো ভাই জহিরুল ইসলামকে নগরীর করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে অপহরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর