বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সেনাপ্রধানের সঙ্গে সুদানের জয়েন্ট চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সোমবার সুদানের রাজধানী খারতুমে সুদানিজ আর্মড ফোর্সেস ডিভিশনের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ইমাদ আলদীন মুস্তাফা আলদিউইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সুদানের জয়েন্ট চিফ অব স্টাফ দারফুরে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট সদস্যদের উঁচু পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি দারফুরে ইউএন মিশনে নিয়োজিত অন্যান্য কন্টিনজেন্টের মধ্যে বাংলাদেশি সেনাসদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন। এর আগে সেনাপ্রধানকে সুদানিজ আর্মড ফোর্সেস ডিভিশনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এ ছাড়া, চলমান সফরের অংশ হিসেবে গতকাল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দক্ষিণ দারফুরে মোতায়েনরত বাংলাদেশ কন্টিনজেন্টের নিয়ালা ক্যাম্প পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি সেখানকার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। —আইএসপিআর।

সর্বশেষ খবর