বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তিন শীর্ষ শিবির ক্যাডারের ২১ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাঞ্চল্যকর একটি অস্ত্র মামলায় চট্টগ্রামের তিন শীর্ষ শিবির ক্যাডারকে ২১ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ও যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার। দণ্ডিত তিন শিবির ক্যাডার হলেন মো. সরওয়ার প্রকাশ বাবলা (২৯), মো. নূরুন্নবী প্রকাশ ম্যাক্সন (৩৩) ও মো. মানিক প্রকাশ গিট্টু মানিক (২৯)। এদের মধ্যে মানিক পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. ফুয়াদ হোসেন জানান, ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১৪ বছর ও ১৯ (চ) ধারায় ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। উভয় রায় একটির পর আরেকটি কার্যকর হবে বলে আদেশ দিয়েছে আদালত। জানা গেছে, ২০১১ সালের ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিশ্বরোড মোড় থেকে সরওয়ার এবং ম্যাক্সনকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে, বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া হামিদপুর এলাকার মানিকের বসতবাড়ির পেছনে পুকুরপাড় থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর