Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩১ আগস্ট, ২০১৬ ২২:৫৯
রংপুর মেডিকেল কেন্দ্র বাতিলের খবরে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেডিকেল কেন্দ্র বাতিলের খবরে উত্তেজনা

গত বছর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুর মেডিকেল কলেজ কেন্দ্র বাতিল করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা কেন্দ্র বহালের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, গতকাল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ের একটি চিঠি রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কাছে পৌঁছে। এতে কেন্দ্র বাতিলের কথা জানানো হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ভর্তিচ্ছুরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তবে কেন্দ্র পুনর্বহালের দাবিতে কলেজ অধ্যক্ষ গতকালই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর ফ্যাক্সযোগে আবেদন পাঠিয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow