Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩১ আগস্ট, ২০১৬ ২২:৫৯
ট্যানারি শ্রমিকদের কর্মবিরতির ডাক
নিজস্ব প্রতিবেদক

আগামী রবিবার থেকে আধাবেলা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সাভারে নতুন ট্যানারি শিল্প নগরীতে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধা প্রদান, প্রত্যয়নপত্র ও ক্ষতিপূরণ দেওয়া এবং শ্রমিকদের আবাসন, মেডিকেলসহ বিভিন্ন দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ।

এই পাতার আরো খবর
up-arrow