বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
গ্রাহকের অর্থ আত্মসাৎ

গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গ্রাহকদের অর্থ আত্মসাৎ মামলায় গতকাল বরিশাল সদর উপজেলা রায়শাপা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে ১০ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৫ মাসের দণ্ডাদেশ দেন বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক। দেলোয়ার যশোরের ছাতিয়ানতলার জয়নাল আবেদীনের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৩ জানুয়ারি থেকে ওই বছরের ৭ জুলাই পর্যন্ত দেলোয়ার হোসেন রায়শাপা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের ৩ গ্রাহকের ৩ লাখ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে ওই গ্রাহকরা দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল আঞ্চলিক কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে ২০১২ সালের ৩ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

২০১৪ সালের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বাহাদুর আলম একমাত্র দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।.

সর্বশেষ খবর