শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
জাতিসংঘে ভাষণ ২১ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী কানাডা যাচ্ছেন ১৫ সেপ্টেম্বর

প্রতিদিন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল ফান্ড’ সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদানের জন্য ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। ১৫ সেপ্টেম্বর তিনি লন্ডন হয়ে কানাডায় পৌঁছবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। খবর এনআরবি নিউজের। ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া’ শীর্ষক সম্মেলনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ অর্জনে বাংলাদেশের অগ্রগতি এবং এ কার্যক্রমে ধনী দেশগুলোর অর্থ প্রদানের অঙ্গীকার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন শেখ হাসিনা।

এদিকে জাতিসংঘ সচিবালয় থেকে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর বিকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন শেখ হাসিনা।

সর্বশেষ খবর