Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৯
রামপাল বিদুৎকেন্দ্র বাস্তবায়নের দাবি
নিজস্ব প্রতিবেদক, খুলনা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প ও কল-কারখানার উন্নয়নের লক্ষ্যে রামপাল বিদুৎকেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে খুলনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপ গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাফেজ মো. সাইফুল ইসলাম, সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান সরকার একসময়কার বিধ্বস্ত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু যারা দেশের উন্নয়নে বিশ্বাস করে না তারাই রামপালে বিদ্যুেকন্দ্র স্থাপনে বাধা দিচ্ছে। গোলটেবিল বৈঠকে ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এই পাতার আরো খবর
up-arrow