মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

টেম্পো চলাচলে বাধা দিলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানার আওতাধীন মহাসড়কে টেম্পো ও ইজিবাইক চলাচলে কোনো বাধা দিতে পারবে না বাস মালিক সমিতি। দিলে শাস্তির খড়গ পোহাতে হবে। গতকাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জেলা বাস মালিক সমিতি, বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতি এবং টেম্পো ও ইজিবাইক মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আবু সালেহ মো. রায়হান বলেন, মেট্রোপলিটন এলাকায় যানবাহন চলাচলের রুট পারমিট দেয় মেট্রোপলিটন পুলিশ।

 সে হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অনুমোদিত যানবাহন চার থানার আওতাধীন মহাসড়কে চলাচলের বৈধতা রয়েছে।

মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে এমন অজুহাতে বরিশাল সিটি করপোরেশন এলাকায় টেম্পো ও ইজিবাইক চলাচলে বাধা দিয়ে আসছিল বাস মালিক সমিতি।

সর্বশেষ খবর