মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামায়াতের হরতালে রাজধানীতে যানজট

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির প্রতিবাদে গতকাল জামায়াতে ইসলামীর আধাবেলা ডাকা হরতালে রাজধানীসহ সারা দেশে কোনো ধরনের প্রভাব পড়েনি। রাজধানীর মগবাজার, মালিবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান এলাকায় প্রতিদিনের মতো যানজট লেগে ছিল। সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে অন্যান্য দিনের মতোই যান চলাচল করতে দেখা গেছে। স্কুল-কলেজ ছিল খোলা। বড় শপিং মলগুলো স্বাভাবিক সময়ের মতোই খোলা ছিল। দূরপাল্লার লঞ্চ, বাস ও ট্রেনের সময়সূচির কোনো বিঘ্ন হয়নি। সময়মতোই এগুলো গন্তব্যে যাওয়া-আসা করেছে। এদিকে সারা দেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, হরতাল আহ্বান ও পালন করা দেশের জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকার। এ অধিকারে সরকার বাধা দিতে পারে না।

সর্বশেষ খবর