মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংসদের অধিবেশন শুরু ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

ঈদের পরই বসছে দশম জাতীয় সংসদের দ্বাদশতম অধিবেশন। আগামী ২৫ সেপ্টেম্বর এ অধিবেশন ডাকা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন কতদিন চলবে তা নির্ধারিত হবে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। তবে এ অধিবেশন নিয়ম রক্ষার অধিবেশন হিসেবে স্বল্পকালীন হবে বলে জানা গেছে। সংবিধানে ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশন করার বাধ্যবাধকতা রয়েছে। সংসদের একাদশতম অধিবেশন শেষ হয় ২৮ জুলাই।

সর্বশেষ খবর