মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি

খেলাপি প্রতিষ্ঠান ঋণ পাবে না

নিজস্ব প্রতিবেদক

আসন্ন কোরবানির চামড়া কিনতে ঋণ বিতরণে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চামড়া খাতে ঋণ নিয়ে আর ফেরত না দেওয়ার খেলাপির পরিমাণ বেড়েছে। ফলে এ বছর শুধু খেলাপির বাইরের ব্যবসায়ীদের ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশে এ বছর কমছে চামড়া খাতে ঋণ বিতরণের পরিমাণও। চলতি বছর চামড়া কিনতে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক ৫৪৪ কোটি টাকা ঋণ দেবে। আগের বছর যা ছিল ৬৯৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ কমছে ১৫২ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোও তাদের ঋণের পরিমাণ কমাচ্ছে। জানা গেছে, সোনালী ব্যাংক এ বছর মাত্র ৩৪ কোটি টাকা ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। গত বছর ঋণ বিতরণ করে ২০১ কোটি টাকা। আগের বছর বিতরণ করা ঋণের অধিকাংশই খেলাপিতে পরিণত হয়েছে। জনতা ব্যাংক এ বছর ২৫০ কোটি টাকা ঋণ বিতরণ করবে। এ ব্যাংকটি আগের বছর দিয়েছিল ২০০ কোটি টাকা। অগ্রণী ব্যাংক ১০০ কোটি টাকা ঋণ দেবে। গত বছর দিয়েছিল ১৩০ কোটি টাকা।

সর্বশেষ খবর