মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হত্যা মামলায় একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে হত্যা মামলায় আবু হানিফ প্রামাণিক (২৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল বিকালে রাজশাহীর বিশেষ দায়রা জজ আদালত-১ এর বিচারক বেগম জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার বাগমারা উপজেলার কোনাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২০ এপ্রিল সকালে আসামি আবু হানিফ প্রামাণিক জমি নিয়ে বিরোধের জের ধরে তার চাচাতো ভাই আতাবুর রহমানকে (৪০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিন নিহতের ছেলে রাকিবুল ইসলাম আবু হানিফ প্রামাণিককে একমাত্র আসামি করে বাগমারা থানায় মামলা করেন। এরপর ওই দিনই পুলিশ আবু হানিফকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। গতকাল বিকালে আদালত এ রায় ঘোষণা করে। এ সময় আসামি আবু হানিফ প্রামাণিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি শফিকুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক।

সর্বশেষ খবর