শিরোনাম
বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

র‍্যাগিংয়ের ঘটনায় ছাত্রলীগ নেত্রীসহ ১৪ কর্মীর শাস্তি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দুই ছাত্রীকে র‍্যাগিংয়ের ঘটনায় রংপুর মেডিকেল কলেজের ছাত্রলীগ নেত্রীসহ ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। শাস্তির মধ্যে সবার এক থেকে তিন টার্ম পরীক্ষা স্থগিত এবং ছাত্রীনিবাসের সিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে তিন টার্ম বৃত্তিমূলক পরীক্ষা স্থগিত করা হয়েছে পঞ্চম বর্ষের ছাত্রী নুর ই সাবা আশা ও মার্জিয়া, চতুর্থ বর্ষে মুমুর। চতুর্থ বর্ষের তম্বী, কেয়া ও তৃতীয় বর্ষের মিশুর দুই টার্ম, তৃতীয় বর্ষের তুতুল, স্বর্ণা, দ্বিতীয় বর্ষের নুসরাত প্রজ্ঞা, লিজা, সোমা, মুনা, প্রথম বর্ষের তানসুছিলা ও জ্যোতির্মমীর এক টার্ম বৃত্তিমূলক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া সবার ছাত্রীনিবাসের সিট বাতিল করা হয়েছে। এদের মধ্যে নুর ই সাবা আশা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং অন্যরা কর্মী। এ ছাড়া ছাত্রলীগ কর্মী উত্তমা, নেহা, তানু, তুষি, মনিসা, রাফা ও দিতিকে তিরস্কার ও সতর্ক করা হয়েছে। কলেজ অধ্যক্ষ অনিমেশ মজুমদার শাস্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজের ভাবমূর্তি রক্ষা এবং ভবিষ্যতে আর যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর