Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৯
হজ নিয়ে অনিয়ম-দুর্নীতি ঘটছেই : পীর চরমোনাই
নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, পবিত্র হজ ইসলামের অন্যতম স্তম্ভ। এ মহান ইবাদত নিয়ে প্রতি বছরই আমাদের দেশে চরম অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটে চলেছে। ফলে আল্লাহর মেহমান হাজী সাহেবানরা সীমাহীন কষ্টের মুখোমুখি হন। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র হজের তাত্পর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

পীর চরমোনাই আরও বলেন, বিশ্বের অমুসলিম  দেশগুলোতেও অন্তত পবিত্র হজ নিয়ে কোনো প্রকার হয়রানি করা হয় না।

এই পাতার আরো খবর
up-arrow