শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

২৩৬৭ জন গেরিলাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের ২৩৬৭ জন গেরিলা মুক্তিযোদ্ধার তালিকা সংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ওই প্রজ্ঞাপন বাতিল করে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা ও ভাতা দিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে গতকাল বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। ২০১৩ সালের ২২ জুলাই গেরিলা বাহিনীর ওই ২৩৬৭ জন যোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর