শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারও দুর্নীতির কারণে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য ম্লান হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। গতকাল ঢাকায় শিক্ষাভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।  শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরির্দশন, স্কুল-কলেজ জাতীয়করণ, এমপিওভুক্তি, নিয়োগ-বদলি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের নামে কতিপয় কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি করেন বলে অভিযোগ উঠে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর