Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৩৩
অক্টোবরে কর্ণফুলী টানেল উদ্বোধন
—ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসছে অক্টোবরে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রী যৌথভাবে কর্ণফুলী টানেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ কাজের শুভ সূচনা হবে। গতকাল নগরীর সিটি গেট এলাকায়  বিআরটিএর চলমান ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে এসে তিনি সংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, একটি প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সম্পৃক্ততা থাকে। পরে আবার জটিলতাও দেখা দেয়। তাই টানেল নির্মাণ করতে গিয়ে যাতে কোনো সংস্থার সঙ্গে সমস্যা না থাকে সেজন্য সমন্বয় সভা করা হয়েছে। ওই সভায় নৌবাহিনীর প্রধান, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, সিডিএ চেয়ারম্যানসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী হয়তো চট্টগ্রাম না এসে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কাজের উদ্বোধন করতে পারেন।

এই পাতার আরো খবর
up-arrow