শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অস্থায়ী হাট নিয়ে আইজিপির কাছে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মহাসড়কের পাশে বসানো কিছু অস্থায়ী হাটে ‘জোর করে’ গরু-ছাগল নামিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছে গবাদি পশু ব্যবসায়ী সমিতির নেতারা। গতকাল পুলিশ মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক গাবতলী গরুর হাট ও মহাখালী বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে গেলে এ অভিযোগ পান।

গবাদি পশু ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান আইজিপির কাছে অভিযোগ করেন, গাবতলী থেকে গবাদি পশু কিনে তারা সিলেট-চট্টগ্রামে নেওয়ার পথে কাঁচপুর, টঙ্গী, বিশ্বরোডসহ অস্থায়ীভাবে বসানো কয়েকটি হাটে জোর করে নামিয়ে রাখা হচ্ছে। মহাসড়কের পাশে বসানো ওই সব হাটে গবাদি পশু নামাতে ব্যবসায়ীদের বাধ্য করছে। সমস্যা সমাধানে আইজিপি তখনই সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পুলিশপ্রধান বলেন, মহাসড়কে গরুর গাড়িতে চাঁদাবাজি বা অন্য কোনো সমস্যা নেই; পর্যাপ্ত গরু রয়েছে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করছেন। প্রত্যেক জেলার এসপিকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে কোথাও যদি কোনো চাঁদাবাজি হয় সেক্ষেত্রে জিরো টলারেন্স। মহাসড়কে যানজট আছে স্বীকার করে আইজিপি বলেন, মোটামুটি শৃঙ্খলভাবে গাড়ি চলছে, পর্যাপ্ত পুলিশ আছে। নদীতে পানি বেশি থাকায় ফেরি পারাপারে একটু সমস্যা হচ্ছে।

সর্বশেষ খবর