রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সরকার দলীয় স্বার্থে স্থানীয় সরকারকে ব্যবহার করছে : সুজন

নিজস্ব প্রতিবেদক

জনগণের সরাসরি ভোটের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ, শক্তিশালী, যুগোপযোগী ও কার্যকর জেলা পরিষদ গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, ‘সরকার দলীয় স্বার্থে স্থানীয় সরকারকে ব্যবহার করে আসছে। আমরা জনগণের সরকারের পরিবর্তে দলীয় সরকারকে ক্ষমতায় দেখতে চাই না।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘প্রসঙ্গ জেলা পরিষদ আইন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সহ-সম্পাদক জাকির হোসেন, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবুল মকসুদ, ড. তোফায়েল আহমেদ, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ড. তোফায়েল আহমেদ বলেন, ২০১৬ সালের মধ্যে জেলা পরিষদ আইন সংশোধন করে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে যে আইনটি রয়েছে এতে তিনটি ত্রুটি রয়েছে। প্রথম ত্রুটিটি হলো, এ পদ্ধতিতে জনসাধারণ সরাসরি ভোট দিতে পারবে না। ভোট দেবেন নির্বাচকমণ্ডলীর সদস্যরা। প্রতিটি জেলায় ১৫টি ওয়ার্ড থাকবে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত ব্যতিক্রম। এখানে সংবিধানের মূল চেতনা মানা হচ্ছে না। এটি গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গেও যায় না, সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক।

সর্বশেষ খবর