Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৫৩
স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার অন্যতম আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল ওরফে পিচ্চি শাকিল (২৬) নামের ওই ব্যক্তিকে গতকাল বিকালে গ্রেফতার করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পিচ্চি শাকিলকে গ্রেফতার করা হয়েছে। তিনি তাজুল হত্যা মামলার অন্যতম আসামি। এ নিয়ে তাজুল হত্যা মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি সুহেল। প্রসঙ্গত, ২০ আগস্ট রাতে খুলিয়াপাড়ায় তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

up-arrow