Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৫৫
নয় মাসে কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি : নৌমন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘২০১৬ সালকে নৌদুর্ঘটনামুক্ত বছর ঘোষণা করেছি। গত নয় মাসে কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি। আগামী কয়েক দিন যদি ভালোয় ভালোয় পার করতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।’ গতকাল দুপুরে চাঁদপুর হরিণা ফেরিঘাট পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ বছর যাত্রী বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ আছে। এ ক্ষেত্রে অবশ্য টেকনিক্যাল বিষয় আছে। কারণ লঞ্চ অন্য সময়ে যে মালামাল বহন করত ঈদের সময় অতিরিক্ত মাল বহন করে না। এ কারণে অতিরিক্ত যাত্রী উঠলেও তা বহন করা সম্ভব। সে ক্ষেত্রে যাত্রী বেশি বহন করতেও দেওয়া হচ্ছে না। গরমের দিন বলে সব যাত্রী ছাদে উঠে যায়। এতে লঞ্চ ওভারলোড মনে হয়। কিন্তু বৃষ্টি হলে যখন যাত্রীরা লঞ্চের ভিতরে ঢুকে যায় তখন আর ওভারলোড মনে হয় না।

এই পাতার আরো খবর
up-arrow