সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেখ হাসিনার কর্মসূচির সুফল পাচ্ছে মানুষ

---------------তোফায়েল

ভোলা প্রতিনিধি

শেখ হাসিনার কর্মসূচির সুফল পাচ্ছে মানুষ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও স্বামীপরিত্যক্তাদের ভাতা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মানুষ সুফল পাচ্ছে। গতকাল জেলা সদরের রাজাপুর ও ইলিশা ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫ হাজারের বেশি পরিবারের মাঝে ৩০ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের নানামুখী কর্মসূচির কারণেই দারিদ্র্যের হার কমে ২২-এ নেমে এসেছে। এখন হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ কেজি দরে চাল বিক্রি শুরু করেছি। দেশের ৫০ লাখ পরিবারের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে বছরে সাড়ে ৭ লাখ টন চাল দেওয়া হবে। প্রতি কেজি চাল ১০ টাকায় পাবেন হতদরিদ্ররা। এজন্য সরকারকে ২ হাজার ১০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। হতদরিদ্র পরিবারগুলো মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর— এ পাঁচ মাস এই সুবিধা পাবে। আশা করি ২০২১ সালের মধ্যেই দেশের দারিদ্র্যের হার ১০-এ নামিয়ে আনব। তিনি িবলেন, ভোলাকে নদীভাঙন থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে ১ হাজার ৫৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

সর্বশেষ খবর