Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৭
বিপণি কেন্দ্রে নারীর ভিড়
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঈদ সামনে রেখে কোরবানির পশু কেনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিবারের পুরুষ সদস্যরা। তাই বলে গৃহিণীরাও থেমে নেই কেনাকাটা নিয়ে। কেউ কেউ বাড়ির পুরনো পর্দা বদলাচ্ছেন, আবার কাউকে কোরবানির মাংস সংরক্ষণের প্রধান অনুষঙ্গ ফ্রিজ ও ফ্রিজার কিনতে বেশি আগ্রহ দেখা গেছে। যাদের বাসায় ফ্রিজ রয়েছে তারাও সামর্থ্য অনুযায়ী আরেকটি কিনছেন। সেই সঙ্গে গৃহস্থালি পণ্য কিনতে নারীরা ভিড় করছেন নগরীর বিপণি কেন্দ্রগুলোতে। খোঁজ নিয়ে জানা গেছে, এই ঈদে বেশি বিক্রি হচ্ছে ডিপ ফ্রিজ। বিশেষ ডিজাইনে তৈরি বড় ডিপযুক্ত ওয়ালটনের সাধারণ ফ্রিজের চাহিদা বেশি। ওয়ালটন শোরুমগুলোতে দেখা যাচ্ছে ক্রেতার প্রচণ্ড ভিড়। ক্রেতাদের বাড়তি চাপ সামাল দিতে বিক্রেতারা হিমশিম খাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাটাচ্ছেন ব্যস্ত সময়। ঈদের দিন সকাল পর্যন্ত এমনকি ক্ষেত্রবিশেষে ঈদের পরের দিনও ফ্রিজ বিক্রি হয় বলে জানান বিক্রেতারা। চট্টগ্রাম জোনে ওয়ালটনের এরিয়া ম্যানেজার ইমরুজ হায়দার খান বলেন, এবার ফ্রিজের বিক্রি বেড়েছে আশাতীত। বিশেষ করে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির নন-ফ্রস্ট ফ্রিজের বিক্রি বেশ ভালো। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুলনামূলক দাম কম ও ওয়ারেন্টি দেওয়ায় দেশি কোম্পানির ফ্রিজই কিনছেন তারা। 

এই পাতার আরো খবর
up-arrow