সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঈদের জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে মঙ্গলবার সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। জাতীয় ঈদগাহে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায়। এখানে ইমামতি করবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়। এরপর প্রতি এক ঘণ্টা পরপর ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়। বসুন্ধরা এরপর পৃষ্ঠা ২ কলাম ৫

আবাসিক এলাকায় ঈদুল আজহার চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সোয়া ৭টায় ঈদ জামাত হবে ইসলামিক রিসার্চ সেন্টার বড় মসজিদে, এফ ব্লক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, সি ব্লক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে ৭টা ৪৫ মিনিটে এবং এন ব্লকে ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ৩৬৬টি ময়দানে ঈদ জামাত অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ২২৬টি এবং উত্তর সিটি করপোরেশনে ১৪০টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৭টায় ঈদ জামাত হবে : কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ, হাজারীবাগ পার্ক মাঠ, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরিফ মসজিদ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদ, মানিকনগর পুকুরপাড় জামে মসজিদ, পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদে।

সকাল সাড়ে ৭টায় : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মিরপুর দারুস সালামের ফুরফুরা দরবার শরিফ মসজিদ কমপ্লেক্স, সায়েদাবাদ চিশতীয়া সাইদয়া দরবার শরিফ জামে মসজিদ, মিরপুর ১২ সেকশনের হারুন মোল্লা ঈদগাহ মাঠ, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ঈদ জামাত, তেজগাঁও চ্যানেল আই ভবন জামে মসজিদ, হাজারীবাগ রহমতিয়া জামে মসজিদ, গেন্ডারিয়া কমিউনিটি সেন্টার, পশ্চিম ভাগলপুর শাহ মস্তান জামে মসজিদ, মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, পল্লবীর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদে।

সকাল পৌনে ৮টায় : হাজারীবাগ ভাগলপুর মাহস্থান জামে মসজিদ, দেওয়ানবাগ শরিফ, মরিয়ম বিবি শাহী মসজিদ, মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং সোসাইটি জামে মসজিদ।

সকাল ৮টায় : নারিন্দা মুশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদালয় খেলার মাঠ, দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদে নূর, ফার্মগেটের মসজিদে বায়তুশ শরফ কমপ্লেক্স, দেওয়ানবাগ শরিফ, নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদে, নয়াপল্টন জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, জামেয়া নুরিয়া ইসলামী ময়দান।

সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত : সায়েদাবাদ আরজুশাহ দরবার শরিফ মসজিদ, হাজারীবাগ পার্ক মাঠ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসুলবাগ জামে মসজিদ, মানিকনগর পুকুরপাড় জামে মসজিদ।

সকাল সাড়ে ৮টায় : মালিবাগ জামে মসজিদ, কলাবাগান বশির আহমেদ বড় জামে মসজিদে। বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ (দ্বিতীয় ঈদ জামাত), পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদ (দ্বিতীয় ঈদ জামাত), হাজারীবাগ রহমতিয়া জামে মসজিদ।

সকাল ৯টায় : পুরান ঢাকার আরমানিটোলা মাঠ, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরিফ মসজিদ (তৃতীয় জামাত) ও  দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদে নূর-এ।

সকাল ১০টায় : ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল ও বনানী দরবার শরিফ, নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদ (তৃতীয় জামাত)। 

বেলা ১১টায় : ঈদ জামাত অনুষ্ঠিত হবে আজিমপুর দায়রা শরিফ মসজিদ।

সর্বশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ১১টায় তেজগাঁও চ্যানেল আই ভবন জামে মসজিদে। এ ছাড়াও ঢাকার বিভিন্ন মসজিদ এবং ঢাকা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় উন্মুক্ত স্থান ও ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর