সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
টঙ্গীতে বয়লার বিস্ফোরণ

‘আব্বুকে ফেরত দিন’

খায়রুল ইসলাম, গাজীপুর

 ‘আব্বুকে ফেরত দিন’

বিধ্বস্ত টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানা —বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড নামের প্যাকেজিং কারখানার প্রিন্টিং অপারেটর মো. ইসমাইল হোসেন নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের দাবি। গতকাল সকালে ট্যাম্পাকো কারখানার সামনে তাকে খুঁজতে এসেছেন তার স্বজনরা। নিখোঁজ ইসমাইলের খোঁজে ছবি হাতে কারখানার সামনে দাঁড়িয়ে ছিলেন তার দুই ভাই ও দুই শিশু কন্যা সন্তান। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জিগারবাড়িয়া গ্রামে। ইসমাইল টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় স্ত্রী বিলকিস খাতুন ও চার মেয়েকে নিয়ে বসবাস করতেন এবং ওই কারখানায় চাকরি করতেন। ইসমাইলরা সাত ভাই। ইসমাইল সবার ছোট। ইসমাইলের বড় মেয়ে ইসমত আরা পারভীন ইমু টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। দুই মেয়ে টঙ্গী কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুলে পড়াশোনা করে। এর মধ্যে আয়িশা সিদ্দিকা ওই স্কুলের তৃতীয় শ্রেণিতে এবং আসমাউল হুসনা একই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। এ ছাড়া অপর মেয়ে ছয় মাস বয়সী আছিয়া আক্তার ইতিমণি। আয়িশা সিদ্দিকা জানায়, আমার আব্বুকে খুঁজে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর