সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কূটনীতিকদের নিরাপত্তায় সরকারের একগুচ্ছ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, এখন থেকে দূতাবাসগুলো অতিরিক্ত নিরাপত্তাবাহিনী হিসেবে আনসার সদস্যদের নিয়োগ করতে পারবেন। সেই সঙ্গে অনুমতি নিয়ে বুলেটপ্রুফ গাড়ি আনতে এবং হলুদ নম্বর প্লেটের সঙ্গে সাদা নম্বর প্লেটও তারা ব্যবহার করতে পারবেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সামনে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা জোরদারে সরকার সবকিছু করেছে এবং এসব পদক্ষেপে তারা খুশি। উল্লেখ্য, গত ১ জুলাই কূটনীতিক পাড়ার মধ্যে হলি আর্টিজান বেকারিতে হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হয়। এর পর নতুন নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন কূটনীতিকরা। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশেই কূটনীতিকরা ‘আর্মার্ড বা বুলেটপ্রুফ  ভেহিক্যাল’ ব্যবহার করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে প্রায় ৬০ জন কূটনীতিক  উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর