শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কসমেটিক ভর্তি কনটেইনার জব্দ

কোটি টাকার শুল্ক ফাঁকি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোটি টাকার শুল্ক ফাঁকি চেষ্টার অভিযোগে মিথ্যা ঘোষণায় আনা কসমেটিক ভর্তি একটি কনটেইনার সোমবার আটক হয়েছে চট্টগ্রাম বন্দরে। সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা দুই কোটি টাকা মূল্যের কসমেটিক পণ্যভর্তি চালানটি আটক করে। আমদানিকারক ঢাকার নবাবপুরের মেসার্স আর এম এন্টারপ্রাইজ বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, আমদানিকারক নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট সুরমা ট্রেডিং করপোরেশন চালানটির খালাস নিতে গত ১৪ আগস্ট বিল অব এন্ট্রি দাখিল করে। গোপন সংবাদের ভিত্তিতে খালাস পর্যায়ে চালানটি আটক করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ঘোষণাবহির্ভূত বিভিন্ন ধরনের ১৫ টন কসমেটিক পণ্য পাওয়া যায়। এসব পণ্যের ওপর সম্পূরক শুল্ক আরোপ থাকায় এক কোটি ১১ লাখ ৭ হাজার টাকা আদায় করা হয়। অথচ আমদানিকারক মাত্র ৪ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে চালানটি খালাস নেওয়ার চেষ্টা করেছিলেন।

সর্বশেষ খবর