Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪০
সিঙ্গাপুরে হান্নান শাহর এনজিওপ্লাস্টি
নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহর হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি হয়েছে। সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে এনজিওপ্লাস্টির মাধ্যমে গত মঙ্গলবার তার হৃদযন্ত্রের ধমনীতে চারটি রিং বসানো হয়েছে। হান্নান শাহর ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হান্নান শাহের হৃদযন্ত্রের ধমনীতে যে কয়েকটি ব্লক সৃষ্টি হয়েছিল, সেখানে চারটি রিং বসানো হয়। এখন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে রবিবার রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার ছোট ছেলে রিয়াজুল ও মেয়ে শারমিন হান্নান সুমিও সঙ্গে গেছেন। প্রসঙ্গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় হান্নান শাহকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

এই পাতার আরো খবর
up-arrow