শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
মহানগর গোধূলী লাইনচ্যুত

১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঢাকাগামী মহানগর গোধূলী বুধবার বিকালে পাহাড়তলী স্টেশনের কাছে রেলক্রসিং পার হওয়ার সময় পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে ওই চারটি বগি রেখে বাকি ১৪ বগি নিয়ে ট্রেনটি বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার পথে রওনা দেয়। কিন্তু পাহাড়তলীতে লাইন বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেলপথ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইখতেখারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনাকবলিত বগি চারটি সরিয়ে লাইন চালু করতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়। এরপর বুধবার রাত ১টা ৫০ মিনিটে গুরুত্বপূর্ণ এই রেলপথে আবার চলাচল শুরু হয় বলে জানান রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা ফিরোজ ইফতেখার।   

রেল স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ঠিক  সময়ে সকাল ৭টায় চট্টগ্রাম ছেড়ে গেলেও অন্য ট্রেনগুলো ছাড়তে কিছুটা দেরি হয়েছে।

সর্বশেষ খবর