Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৫
হাসানাতপুত্র হচ্ছেন বরিশাল আওয়ামী লীগের সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
হাসানাতপুত্র হচ্ছেন বরিশাল আওয়ামী লীগের সম্পাদক

বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সভায় জেলা সভাপতি আবুল  হাসানাত  আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল সকালে জেলা আওয়ামী লীগ সভাপতি হাসানাতের আগৈলঝাড়া উপজেলার সেরালের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি, সিনিয়র সহ-সভাপতি শাহানারা আবদুল্লাহ, মোহাম্মদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রশীদ খান, জেলা পরিষদ প্রশাসক খান আলতাফ হোসেন ভুলুসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা সাদিক আবদুল্লাহকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার প্রস্তাব দেন। পাশাপাশি প্রস্তাবটি দলীয় সভানেত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত হয় বলে সভাসূত্রে জানা গেছে। ২০১২ সালের ২৭ ডিসেম্বর এক সম্মেলনে হাসানাত আবদুল্লাহকে সভাপতি ও তালুকদার মো. ইউনুসকে সাধারন সম্পাদক করে বরিশাল জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়।

এই পাতার আরো খবর
up-arrow