Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৭
অটোতে গ্যাস নেওয়ার সময় বাড়ল এক ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের বিভিন্ন মহাসড়কের পাশের সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত গ্যাস নিতে পারবে তিন চাকার সিএনজি গ্যাস চালিত গাড়ি।

গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মহাড়ককে তিন চাকার গাড়ি বন্ধের সিদ্ধান্তে আগের অবস্থা থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, মহাসড়কে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও তিন চাকার বন্ধের সিদ্ধান্তে আগের অবস্থানে রয়েছে সরকার। এগুলো বন্ধ না করলে যানজট ও প্রাণহানি বাড়বে। তবে অসুস্থ রোগী নিয়ে যাওয়ার সময় যাতে কোনো গাড়ি আটকানো না হয়। মানবিক দিক বিবেচনা করে এ সুযোগ দিতে হবে।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ, শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow