শিরোনাম
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মহানবীর (সা.) রওজা জিয়ারত করতে মদিনায় খালেদা

নিজস্ব প্রতিবেদক

মক্কায় কাবা শরিফে বিদায়ী তাওয়াফ শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে মদিনা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সফরসঙ্গী পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর বিএনপি প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

হজের আনুষ্ঠানিকতার পর তিন দিন মিনার রাজকীয় প্যালেসে অবস্থান করেন খালেদা। শুক্রবার তিনি কাবা শরিফ বিদায়ী তাওয়াফ করে রাতে মদিনায় পৌঁছেন বলে বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী শরীফ  শাহ কামাল জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) ও তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দা থেকে বিমানে মদিনায় পৌঁছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারতসহ মসজিদে নববিতে কয়েক দিন ইবাদত-বন্দেগি করবেন তারা।’ সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যরা এবার হজ করেন। গত ৭ সেপ্টেম্বর হজ করতে বাংলাদেশ থেকে খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দা পৌঁছেন। খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে এবং ১৯৯৭ সালে বিরোধী দলের নেতা থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতি বছরই রমজানে তিনি উমরাহ পালন করেন। তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির এটি প্রথম হজ। ২০১৪ সালে তারা খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ করেন।

সর্বশেষ খবর