রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনিয়ম রোধে রূপালী ব্যাংকে শুদ্ধি অভিযান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অনিয়ম রোধে শুদ্ধি অভিযান শুরু করছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। ঋণ বিতরণ, আদায় এবং ব্যবসা সংক্রান্ত কোনো কাজে অনিয়ম পাওয়া গেলে দায়ী কোনো কর্মকর্তা-কর্মচারীকেই ছাড় দেওয়া হবে না। গতকাল রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও কর্মপরিকল্পনা নির্ধারণকল্পে ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান এ কথা বলেন। সব ধরনের দুর্নীতি, অনিয়ম রোধে খুব শিগগিরই ব্যাংকে শুদ্ধি অভিযান চালানো হবে।

তিনি বলেন, রূপালী ব্যাংক আমাদের মাতৃসমতুল্য। তাই মায়ের সঙ্গে কোনোভাবেই প্রতারণা করা যাবে না। সততা, দক্ষতা     এবং আন্তরিকতার সঙ্গে গ্রাহকদের সেবা দিতে হবে। রংপুর শহরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আবদুল মজিদ শেখ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মো. কাইসুল হক। এতে ব্যাংকটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ খবর