সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভোগান্তি পিছু ছাড়ছে না ঢাকায় ফেরা মানুষের

নিজস্ব প্রতিবেদক

ভোগান্তি পিছু ছাড়ছে না ঢাকায় ফেরা মানুষের

জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ —বাংলাদেশ প্রতিদিন

ঈদের ছুটি কাটিয়ে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করলেও নগরী এখনো নিরুত্তাপ। সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকালও রাজধানী ছিল যানজটমুক্ত। অফিস আদালতে এখনো মানুষের উপস্থিতি স্বাভাবিক হয়নি। বলতে গেলে অনেক অফিস এখনও ফাঁকা। তবে ঢাকার ফেরার পথে মানুষের ভোগান্তির শেষ নেই। ঘাটে ঘাটে ভোগান্তি পোহাতে হচ্ছে ফিরতি মানুষকে। প্রাপ্ত খবর অনুযায়ী, ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসা নগরবাসী সড়কে ভোগান্তির কারণে নির্দিষ্ট সময়ে রাজধানীতে পৌঁছতে পারছেন না। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে আসা রাজধানীমুখী মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। শিমুলিয়া-কওড়াকান্দি ফেরিঘাট, দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি চলাচল স্বাভাবিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। ফেরী ঘাটে ভাঙনের কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীবাহী শত শত পরিবহন পদ্মার ওই পাড়ে আটকে আছেন।  

এ ছাড়া খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের সিডিউল বিপর্যয়ের কারণেও মানুষ সময়মতো কর্মস্থলে ফিরতে পারছেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর