সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুলিশসহ তিনজনের বিচার শুরু

১০২ ভরি সোনা ছিনতাই মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোনার বার ছিনতাই মামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজনের বিচার শুরু হয়েছে। তারা হলেন— পুলিশের সাবেক এএসআই মিজানুর রহমান, কনস্টেবল এ আলম এবং কথিত সোর্স আল আমিন। গতকাল চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম শাহজাহান কবিরের আদালতে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করা হয়।মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আবিদ হোসেন বলেন, ১০২ ভরি সোনার বার ছিনতাই মামলায় দুই পুলিশসহ তিনজনের বিচার কার্যক্রম শুরু হয়েছে। আসামিদের মধ্যে দুই পুলিশ সদস্য জামিনে এবং সোর্স আল আমিন কারাগারে আটক রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২১ সেপ্টেম্বর নগরীর লাভলেইন এলাকার একটি জুয়েলারি দোকান থেকে ডিবি পরিচয়ে ১০২ ভরি সোনার বার ছিনতাই করেন অভিযুক্ত তিনজন। এ ঘটনার পর অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন দোকান মালিক দোলন বিশ্বাস। ১৫ ডিসেম্বর এ মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর