Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫০
হুরের প্রলোভনে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেহেশত ও বেহেশতে হুরের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। ওইসব জঙ্গিদের লাশ বাবা-মা নিচ্ছেন না। যাদের লাশ বাবা-মা গ্রহণ করেন না তারা কীভাবে বেহেশতে যাবে। এটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। তিনি অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। মন্ত্রী গতকাল বিকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও  নোয়াখালীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মো. সামছুল হুদা, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow