শিরোনাম
সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম সিটির উন্নয়নে চার হাজার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ত্রিবার্ষিক পরিকল্পনার আওতায় তিন থেকে চার হাজার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব প্রকল্পে চসিকের নিজস্ব অর্থায়নের পাশাপাশি থাকবে এডিবি, জাইকাসহ বৈদেশিক দাতা সংস্থার সহযোগিতা। প্রকল্পগুলো বাস্তবায়ন হবে নগরীর অবকাঠামো উন্নয়নে। এর মধ্যে আছে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি, আয়বর্ধক ও খাল খনন প্রকল্প। গতকাল দুপুরে চসিকের পঞ্চম নির্বাচিত সংসদের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ, পানি ও বিদ্যুৎ, যোগাযোগ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। নগর ভবনের সম্মেলন কক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় স্থায়ী কমিটিগুলোর সভাপতিরা সভাপতিত্ব করেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগরীতে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প আছে। তা ছাড়া দুই ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় ৫৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর