Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫২
৫৫ দিন বন্ধ শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা প্রতিনিধি

একনাগারে ৫৫ দিন অনির্দিষ্টকালের বন্ধ শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে আগামী রবিবার। তবে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় , ৩০ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী রবিবার ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম চালু ও আগের দিন শনিবার সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ১ আগস্ট ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ নিহতের ঘটনার দিনই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই পাতার আরো খবর
up-arrow